কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মেয়াদোত্তীর্ণ ও পঁচাবাসি খাদ্য ও মিষ্টি বিক্রির দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

 স্টাফ রিপোর্টার | ১৫ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৫:৩৭ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জ ও পাকুন্দিয়ায় মেয়াদোত্তীর্ণ খাদ্য ও পণ্য এবং পঁচা ও বাসি মিষ্টি বিক্রির অপরাধে খাদ্যপণ্য বিক্রির দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি বাজারে এবং পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট বাজারে জেলা পুলিশের সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেনের নেতৃত্বে অভিযানে এই জরিমানা করা হয়।

এর মধ্যে মেয়াদোত্তীর্ণ চিপস, গুড়ো দুধ, গ্লুকোজ, বিস্কুট, সরিষার তেল, কোল্ড ড্রিঙ্কস ও বেবি লোশন এবং মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পানীয় (জিংসেন) বিক্রির অপরাধে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি বাজারের বাচ্চু স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া পঁচা ও বাসি মিষ্টি বিক্রির অপরাধে পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট বাজারের রুচি মিষ্টান্ন ভাণ্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও মিষ্টি স্পটে ধ্বংস করা হয়।

এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর