kishoreganjnews.com:কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা

ঢাকা বিভাগীয় বার্ষিক ক্রীড়ায় চ্যাম্পিয়ন কিশোরগঞ্জ


 স্টাফ রিপোর্টার | ২ ফেব্রুয়ারি ২০১৮, শুক্রবার, ৯:৪১ | খেলাধুলা 


ঢাকা বিভাগীয় সরকারি কর্মচারী ও তাদের ছেলে-মেয়েদের অংশগ্রহণে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কিশোরগঞ্জ জেলা।

বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড এই প্রতিযোগিতার আয়োজন করে।

শুক্রবার রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বালক-বালিকাদের ২১টি ইভেন্টে ৬টি স্বর্ণসহ মোট ১২টি পদক পায় কিশোরগঞ্জ জেলা দলের খেলোয়াড়েরা। এর মধ্যে রয়েছে তিনটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ।

বালিকা বড় ইভেন্টে সেরা খেলোয়াড় হয়েছেন রাত্রী। এছাড়া বালক বড় ইভোন্টে ব্যক্তিগত রানার্স আপ হয়েছেন মিরাজ এবং বালিকা ছোট ইভেন্টে ব্যক্তিগত রানার্সআপ হয়েছেন সাদিয়া।

খেলোয়াড়দের সাফল্যের দিনে আলো ছড়িয়েছেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস-ও। কর্মকর্তাদের শ্যূটিং ইভেন্টে স্বর্ণ জিতেছেন তিনি।

সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক বার্ষিক এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতায় ঢাকা বিভাগের ১৩টি জেলার প্রায় ৩৫০ জন প্রতিযোগী অংশ নেন।[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবরসেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার, কিশোরগঞ্জ-২৩০০
মোবাইল:০ ১৮১৯ ৮৯১০৮৮
kishoreganjnews247@gmail.com
Web: www. kishoreganjnews.com
প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম
সম্পাদক: সিম্মী আহাম্মেদ