কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে দিনব্যাপী হার্ট ক্যাম্পে তিন শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান

 স্টাফ রিপোর্টার | ২৩ নভেম্বর ২০১৮, শুক্রবার, ৬:২২ | স্বাস্থ্য 


কিশোরগঞ্জে শুক্রবার (২৩ নভেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত হার্ট ক্যাম্পে হার্টের সমস্যাজনিত তিন শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সকালে শহরের খরমপট্টি এলাকার আইডিয়াল স্কুল এন্ড কলেজে ক্যাম্পের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান।

ন্যাশনাল হার্ট ফাইন্ডেশন অব বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. এস.এম মোস্তফা খান পাঠান উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অধ্যাপক ডা. মহিউদ্দিন আহমেদ, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. আব্দুল ওয়াহাব বাদল, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আব্দুল হাই, সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর জালাল উদ্দিন প্রমুখ।

দিনব্যাপী ক্যাম্পে ন্যাশনাল হার্ট ফাইন্ডেশনের আটজন বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন স্থান থেকে আসা তিন শতাধিক রোগীকে একশত টাকার বিনিময়ে হার্টের সমস্যা জনিত রোগের চিকিৎসা প্রদান করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর