কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


করিমগঞ্জে ১৭ বিশিষ্টজনকে সম্মাননা

 স্টাফ রিপোর্টার | ২৩ নভেম্বর ২০১৮, শুক্রবার, ৮:১১ | করিমগঞ্জ  


করিমগঞ্জে ১৭ বিশিষ্টজনকে সম্মাননা দেয়া হয়েছে। শুক্রবার (২৩ নভেম্বর) উপজেলার সতেরদরিয়া গ্রামের কৃতি সন্তান শহীদ লে. আশফাকুস সামাদ বীর উত্তম এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় এই সম্মাননা দেয়া হয়।

সতেরদরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে এই স্মরণ সভা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্মরণ সভা ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল্লাহ আল মাসউদ।

সতেরদরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ছাত্র কাদিরজঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা।

স্মরণ সভা ও সম্মাননা অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার মো. বাসির উদ্দিন ফারুকী।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান, পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রাশিদ ফকির।

স্মরণ সভা ও সম্মাননা অনুষ্ঠানে অন্যদের মধ্যে কিশোরগঞ্জ যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটির সহসভাপতি শামসুল মালেক চৌধুরী লিটন, সতেরদরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও অনুষ্ঠান বাস্তবায়ন পর্ষদের আহ্বায়ক আশরাফুজ্জামান, হাত্রাপাড়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলী আজগর খোকন, জিয়া উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেলাল উদ্দিন, আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল উদ্দিন, সতেরদরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহিম, খায়রুল ইসলাম সেলিম, খুদিরজঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন, মথুরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, শিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা মো. রফিকুল জব্বার সুলতান, মুক্তিযোদ্ধা আবু তাহের, সাবেক শিক্ষক সোহরাব উদ্দিন মাস্টার, হাত্রাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী আব্দুল লতিফ (মরণোত্তর), স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের তথ্য প্রেরক হাবিবুর রহমান ফুল মিয়া (মরণোত্তর), শহীদ নূরুল ইসলাম (মরণোত্তর), বিদ্যালয়ের জমি দাতা আব্দুল মজিদ বেপারী, সতেরদরিয়া গ্রামের ইতিহাস ঐতিহ্য লিপিবদ্ধকারী সাংবাদিক শেখ আবুল মুনসুর লনু ও সাংবাদিক আমিনুল হক সাদীসহ ১৭ ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।

সম্মাননা অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সতেরদরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ছাত্র মো. রেজাউল হাবীব রেজা।

এছাড়া শহীদ লে. আশফাকুস সামাদ বীর উত্তমের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাও. সোহরাব উদ্দিন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর