কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে স্বাস্থ্যসম্মত জীবন যাপন ও পরিবেশের প্রভাব বিষয়ে কর্মশালা

 স্টাফ রিপোর্টার | ৩ ডিসেম্বর ২০১৮, সোমবার, ৮:২৩ | হোসেনপুর 


হোসেনপুরে স্বাস্থ্যসম্মত জীবন যাপন ও পরিবেশের প্রভাব বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার আয়োজন করে লাইফ স্টাইল হেলথ এডুকেশন প্রোগ্রাম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস।

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. নাছিরুজ্জামান সেলিম।

কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমল কুমার ঘোষ, পৌর মেয়র আব্দুল কাইয়ুম খোকন, আবাসিক মেডিকেল অফিসার ডা. তানভীর হাসান জিকো, মেডিকেল অফিসার (ডিসি) ডা. আদনান আখতার, পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম, উপজেলা শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ আবুল কাসেম, পরিসংখ্যাবিদ  মো. আখতারুজ্জামান, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো. জামাল উদ্দিন মৃধা প্রমুখ বক্তব্য রাখেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর