কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত

 মো. রফিকুল হায়দার টিটু, স্টাফ রিপোর্টার, কটিয়াদী | ৫ ডিসেম্বর ২০১৮, বুধবার, ৭:৫৪ | কটিয়াদী 


‘'মানবিক বিশ্ব গড়ায়; স্বেচ্ছাসেবকের বিকল্প নেই’' এই স্লোগানকে সামনে রেখে কটিয়াদীতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৫ ডিসেম্বর) কটিয়াদী রক্তদান সমিতির উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কটিয়াদী রক্তদান সমিতির উপদেষ্টা আবদুর রহমান রুমী।

সংগঠনের প্রতিষ্ঠাতা সমন্বয়ক বদরুল আলম নাঈমের সঞ্চালনায় আলোচনা সভায় কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন, আবাসিক মেডিকেল অফিসার ডা. তাজরীনা তৈয়ব, স্বাস্থ্য পরিদর্শক মজিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

এতে অন্যদের মধ্যে মতিউর রহমান, জহিরুল ইসলাম, রুপক রায়, শফিকুল ইসলাম, নাজমুল হক অপু, তমাল সিং প্রমূখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ অবদান রাখায় মো. আজিম, আল মামুন সাকিব, তামজিদ  আহমেদ অনিক, রাকিবুল হাসান, অন্তর মিয়া ও নূরে আলমকে সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর