কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


সৈয়দ আশরাফই নৌকার মাঝি

 বিশেষ প্রতিনিধি | ৭ ডিসেম্বর ২০১৮, শুক্রবার, ১:০১ | এই মুহূর্তের খবর 


কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ-হোসেনপুর) আসনে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম  দলীয় চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শুক্রবার (৭ ডিসেম্বর) রিটার্নিং অফিসারকে আওয়ামী লীগ মনোনীত চূড়ান্ত প্রার্থী সৈয়দ আশরাফুল ইসলামকে 'নৌকা' প্রতীক বরাদ্দ দেয়ার জন্য চিঠি দিয়েছেন।

চিঠিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনী এলাকা-১৬২, কিশোরগঞ্জ-১ এলাকায় সৈয়দ আশরাফুল ইসলামকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়েছে।

অতএব, সৈয়দ আশরাফুল ইসলাম জাতীয় সংসদ নির্বাচনী এলাকা-১৬২, কিশোরগঞ্জ-১ এ নৌকা প্রতীক বরাদ্দ প্রদান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।

কিশোরগঞ্জ-১আসনে সৈয়দ আশরাফুল ইসলাম ও কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন এই দুইজনকে দলীয় মনোনয়নের প্রাথমিক চিঠি দিয়েছিল আওয়ামী লীগ। দুই জনের পক্ষ থেকেই মনোনয়নপত্র জমা দেয়া হয়েছিল। বাছাইয়ে দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার।

প্রতীক বরাদ্দের আগে সৈয়দ আশরাফুল ইসলামকে দলের চূড়ান্ত প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন সভাপতি শেখ হাসিনা।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর