কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


আপিলে কিশোরগঞ্জের দুইটি আসনে প্রার্থিতা ফিরে পেলেন ইসলামী আন্দোলনের দুই প্রার্থী

 স্টাফ রিপোর্টার | ৭ ডিসেম্বর ২০১৮, শুক্রবার, ৯:২০ | এই মুহূর্তের খবর 


নির্বাচন কমিশনে আপিলের মাধ্যমে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) ও কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই প্রার্থী।

তাঁরা হলেন, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে আলহাজ্ব সালাহউদ্দিন রুবেল ও কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে মোহাম্মদ মুছা খান।

শুক্রবার (৭ ডিসেম্বর) তাঁদের আপিল আবেদনের শুনানি শেষে নির্বাচন কমিশন থেকে তাঁদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা দেয়া হয়।

গত ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ে পল্লীবিদ্যুতের বিল বকেয়া থাকায় বিলখেলাপি হিসেবে এই দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

পরে প্রার্থিতা ফেরত চেয়ে আলহাজ্ব সালাহউদ্দিন রুবেল ও মোহাম্মদ মুছা খান নির্বাচন কমিশনে আপিল করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর