kishoreganjnews.com:কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা

কটিয়াদী কৃষক সমিতির সভাপতি নান্দু সম্পাদক নূরুল ইসলাম মো. রফিকুল হায়দার টিটু, স্টাফ রিপোর্টার, কটিয়াদী | ৪ ফেব্রুয়ারি ২০১৮, রবিবার, ৮:০৬ | কটিয়াদী 


কটিয়াদীতে বাংলাদেশ কৃষক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে উপজেলার মানিকখালী রেলওয়ে স্টেশন চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে মোস্তফা কামাল নান্দুকে সভাপতি, নূরুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং সারোয়ারুল আলম ভূঞাকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক সমিতির কিশোরগঞ্জ জেলা সভাপতি ডা. এনামুল হক ইদ্রিছ। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা সিপিবি’র সভাপতি সৈয়দ নজরুল ইসলাম।

সম্মেলনে অ্যাডভোকেট হাসান ইমাম রঞ্জু, সেলিম উদ্দিন খাঁন, অ্যাডভোকেট এনামুল হক, রফিকুল ইসলাম মিন্টু, আব্দুল মালেক মাস্টার, নূরুল ইসলাম, মো. জসিম উদ্দিন, ডা. হাবিল, মো. নুরুল হক, শেখ জমশেদ প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা ভূমি ব্যবহার নীতিমালা ও কার্যকর ভূমি সংস্কার, বিএডিসিকে সচল, বিএডিসির মাধ্যমে সস্তায় পানি ও কৃষি উপকরণ সরবরাহ, ডিজেল, সার, বীজ, কীটনাশক, বিদ্যুৎ ও গ্যাসের দাম কমানো, কৃষি ঋণ চালু, খাল-বিল দখলদারদের উচ্ছেদ ও খননসহ ২১ দফা দাবি তুলে ধরে বাস্তবায়নের জন্য সরকারের নিকট দাবি জানান।
[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]


এ বিভাগের আরও খবরসেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার, কিশোরগঞ্জ-২৩০০
মোবাইল:০ ১৮১৯ ৮৯১০৮৮
kishoreganjnews247@gmail.com
Web: www. kishoreganjnews.com
প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম
সম্পাদক: সিম্মী আহাম্মেদ