কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১২ ডিসেম্বর ২০১৮, বুধবার, ৭:৪৫ | পাকুন্দিয়া  


একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে পাকুন্দিয়ায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তন সভাকক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন কেন্দ্রে দায়িত পাওয়া ভোটগ্রহণ কর্মকর্তারা প্রশিক্ষণে অংশ নেন।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ মোকলেছুর রহমান এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ব্রিফ করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, জেলা নির্বাচন অফিসার তাজুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাফিজুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার মো. সাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী প্রিজাইডিং কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর