কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

 মিছবাহ উদ্দিন মানিক | ১৩ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৪:৫৯ | স্বাস্থ্য 


হোসেনপুরে থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে জাইকার সহায়তায় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে কর্মশালার আয়োজন করে  হোসেনপুর উপজেলা পরিষদ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. নাছিরুজ্জামান সেলিমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমল কুমার ঘোষ।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা সারোয়ার, ডা. সুবীর নন্দী, জাইকা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম, পরিসংখ্যাবিদ মো. আখতারুজ্জামান প্রমুখ।

বক্তারা বিবাহের পূর্বে স্বামী-স্ত্রীর রক্ত পরীক্ষা করে নেয়ার জন্য আহবান জানান।

এছাড়া থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধ ও গণসচেতনতা বৃদ্ধির জন্য কর্মশালায় অভিমত ব্যক্ত করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর