কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় নিরাপদ সড়ক কর্মসূচি বিষয়ে প্রশিক্ষণ, র‌্যালি

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১৩ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৫:৫১ | পাকুন্দিয়া  


স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন নর্দান বাংলাদেশ ইন্টিগ্রেটেড ভেভেলপমেন্ট প্রজেক্ট (নবিদেপ) এর আওতায় পাকুন্দিয়া পৌরসভার আয়োজনে ‘নিরাপদ সড়ক কর্মসূচির উদ্বুদ্ধকরণ/শিক্ষণ বিষয়ক’ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) নবিদেপ এর সার্বিক সহযোগিতায় পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

পাকুন্দিয়া পৌরসভার মেয়র মো. আক্তারুজ্জামান খোকন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন এলজিইডির ময়মনসিংহ অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এএনএম এনায়েত উল্লাহ।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোকলেছুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াস, নবিদেপ এর আঞ্চলিক উপ-প্রকল্প পরিচালক মিজানুর রহমান শেখ প্রমুখ।

পৌরসভার সচিব সৈয়দ শফিকুর রহমান এর সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য ফৌজিয়া জলিল ন্যান্সি, নবিদেপ এর কনসালটেন্ট মো. শামছুল আরিফিন, পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হান্নান প্রমুখ বক্তব্য রাখেন।

পরে অতিথিবৃন্দসহ কর্মশালায় অংশগ্রহণকারীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে নবিদেপ এর কনসালটেন্ট মো. শামছুল আরিফিন নিরাপদ সড়কের ওপর গণসচেতনতামূলক বিভিন্ন বিষয় অত্যন্ত সুনিপুণভাবে প্রশিক্ষণার্থীর মাঝে উপস্থাপন করেন।

পৌরসভার মেয়র মো. আক্তারুজ্জামান খোকন এর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর