কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে গ্রন্থাগার দিবসে শোভাযাত্রা আলোচনা

 স্টাফ রিপোর্টার | ৫ ফেব্রুয়ারি ২০১৮, সোমবার, ১:৪০ | বিশেষ সংবাদ 


শোভাযাত্রা, আলোচনা সভা ও পাঠকদের পুরস্কৃত করার মাধ্যমে কিশোরগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জহিরুল ইসলাম প্রমুখের নেতৃত্বে সোমবার সকালে জেলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মো. আক্তার জামীলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, সনাকের সাবেক সভাপতি সাইফুল হক মোল্লা দুলু, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ফারুক আহমেদ, বেসরকারি গ্রন্থাগার সমিতির সভাপতি রুহুল আমিন, শিক্ষক স্বপন বর্মণ, সহকারি অধ্যাপক সামিউল হক মোল্লা, সরকারি গণগ্রন্থাগারের গন্থাগারিক আজিজুল হক, কালেক্টরেটের গ্রন্থাগারিক সারোয়ার জাহান প্রমুখ।

আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ পাঠকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর