কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে শতাধিক ফ্রেন্ডস পরিবারের মিলনমেলায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

 স্টাফ রিপোর্টার | ১৪ ডিসেম্বর ২০১৮, শুক্রবার, ৮:৫৮ | সংগঠন সংবাদ 


‘বাঁধন এখনো প্রাণে প্রাণে’ স্লোগানে কিশোরগঞ্জে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি গেট টুগেদারে শতাধিক পরিবারের মিলনমেলায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভায় তাঁদের আত্মত্যাগের কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়েছে। এ সময় শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শুক্রবার (১৪ ডিসেম্বর) সকালে স্থানীয় নেহাল গ্রীণ পার্কে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যক্ষ (অব.) রবীন্দ্রনাথ চৌধুরী।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল মাসউদ, এনডিসি শরীফুল আলম প্রমুখ।

দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে দীর্ঘদিন পর সহপাঠীরা একে-অপরের সাথে মিলিত হওয়াসহ অতীতের অনেক পুরনো স্মৃতিতে ফিরে যান। এছাড়াও পরিবারের সদস্যদের স্ত্রী-সন্তানেরা পরস্পরের আড্ডায় মিলিত হয়ে আনন্দে মেতে উঠেন।

এ সময় ওমর পারভেজসহ সংগঠনের অন্যরা অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় জন্য উপস্থিত সকল ফ্রেন্ডসদের ধন্যবাদ জানানোসহ আগামীতেও এরূপ আয়োজনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা নৃত্য ও গান পরিবেশন করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর