কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে মহান বিজয় দিবস উদযাপিত

 মো. রফিকুল হায়দার টিটু, স্টাফ রিপোর্টার, কটিয়াদী | ১৭ ডিসেম্বর ২০১৮, সোমবার, ১২:০০ | কটিয়াদী 


কটিয়াদীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রোববার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসুচি শুরু হয়। এর পরপরই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে বিশেষ দোয়া পাঠ করা হয়।

দিবসটি উপলক্ষ্যে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৯ টায় কটিয়াদী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শিশু কিশোর সমাবেশ, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াহাব আইন উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান কেয়া ও অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন।

পরে কটিয়াদী সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয় মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা জ্ঞাপন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর