কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় মহান বিজয় দিবস উদযাপিত

 রাজন সরকার, স্টাফ রিপোর্টার, পাকুন্দিয়া | ১৭ ডিসেম্বর ২০১৮, সোমবার, ১২:০৬ | পাকুন্দিয়া  


পুষ্পস্তবক অর্পণ ও কুচকাওয়াজসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পাকুন্দিয়ায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। স্বাধীনতা যুদ্ধে যারা দেশের জন্য জীবন দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে পাকুন্দিয়াবাসী।

রোববার (১৬ ডিসেম্বর) সকাল ৭টায় পাকুন্দিয়া ডিগ্রি কলেজের বিজয়স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন। পরে দলীয় ও সাংগঠনিক ব্যানারে সর্বস্তরের মানুষ বিজয়স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯টায় কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোকলেসুর রহমান, পাকুন্দিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াস মঞ্চে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করেন।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. হাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. একেএম আনওয়ারুর রউফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন বণিক, থানা পরিদর্শক (তদন্ত) মালেক খসরু খান, প্রেসক্লাবের সভাপতি এমএ রশীদ ভূঁইয়া, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে উপজেলার বিভিন্ন শিা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর