কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজম্যান্ট বিভাগের প্রধান কিশোরগঞ্জের শুভ্র

 সাজন আহম্মেদ পাপন | ১৭ ডিসেম্বর ২০১৮, সোমবার, ৫:৪৬ | বিশেষ সংবাদ 


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ম্যানেজম্যান্ট বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পেয়েছেন কিশোরগঞ্জের কৃতি সন্তান রেজুয়ান আহমেদ শুভ্র। সোমবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে এ দায়িত্ব দেয়া হয়।

জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন-২০০৬ এর ধারা ২৪ এর উপধারা (৩) মোতাবেক ১৭ ডিসেম্বর তারিখ হতে কার্যকর হওয়ার ভিত্তিতে আগামী ৩ বছর তিনি বর্তমান কাজের পাশাপাশি নবসৃষ্ট ম্যানেজম্যান্ট বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

রেজুয়ান আহমেদ শুভ্র এর পৈতৃক নিবাস কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার গুনধর গ্রামে। শুভ্রের বাবা রায়হান উদ্দিন পেশায় ব্যবসায়ী। তাঁর মা সৈয়দা নূরুন্নাহার একজন গৃহিনী।

ব্যক্তিগত জীবনে রেজুয়ান আহমেদ শুভ্র বিবাহিত। তাঁর স্ত্রী সাদিয়া আফরিন লুনা জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের স্নাতকোত্তরের ছাত্রী।

রেজুয়ান আহমেদ শুভ্র ২০০১ সালে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি পাস করেন। পরে ২০০৩ সালে ওয়ালীনেওয়াজ খান কলেজ থেকে এইচএসসি পাসের পর ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজম্যান্ট স্টাডিজ থেকে তিনি অনার্স করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজম্যান্ট স্টাডিজে এমবিএ করেন শুভ্র।

২০১২ সালের ১১ মার্চ রেজুয়ান আহমেদ শুভ্র জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স বিভাগে প্রভাষক হিসাবে যোগদান করেন। ২০১৪ সালের ১০ জুন সহকারী অধ্যাপক হিসাবে একই বিভাগে যোগদান করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর