কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে দোকানে দোকানে শীতবস্ত্র ক্রেতাদের ভীড়

 রাজীব সরকার পলাশ | ২১ ডিসেম্বর ২০১৮, শুক্রবার, ১২:২৭ | কটিয়াদী 


হঠাৎ করেই ঝেঁকে বসেছে শীত। মাঝে দুইদিনের বৃষ্টির পর শীতে জবুথবু মানুষ। শীতে উষ্ণতা পেতে চাই গরম কাপড়। এজন্যে মানুষজন লাইন ধরছেন শীতবস্ত্র কিনতে। এ কারণে দোকানে দোকানে শীতবস্ত্র ক্রেতাদের ভীড় লেগেই রয়েছে।

কটিয়াদীতে শীতের তীব্রতা থেকে বাঁচতে মানুষের প্রচণ্ড ভীড় দেখা গেছে কাপড়ের দোকানসহ ফুটপাতের দোকানগুলোতে। গেঞ্জিপট্টি, কাপড়পট্টি, রিক্সার মোড়, কলেজ রোডের বস্ত্রবিতানগুলোতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে লাইন ধরে শীতবস্ত্র কেনাকাটা করতে দেখা গেছে।

ছোটদের এবং স্বল্পআয়ের মানুষদের কটিয়াদী সরকারি কলেজের ২টি গেইট সংলগ্ন ফুটপাতের দোকানগুলোতে শীতবস্ত্র কিনতে ক্রেতাদের হিড়িক চোখে পড়ার মত।

ফুটপাতের বিক্রেতা আলম মিয়া জানান, দিন দিন শীত বাড়ছে। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে তাদের বেচাবিক্রিও।

ফুটপাত থেকে গরম কাপড় কিনতে আসা রফিক মিয়া নামে এক দিনমজুর ক্রেতা বলেন, আমি একটা সুইটার কিনচি দেশ্শো টেহা দিয়া। অহন একট্টু গরম অ লাগদাছে! আরাম ও লাগদাছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর