কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে পিইসিতে ৯৮.১১% জেএসসিতে ৭৩.২৮% পাস

 মো. জাকির হোসেন, স্টাফ রিপোর্টার, হোসেনপুর | ২৪ ডিসেম্বর ২০১৮, সোমবার, ৭:৪২ | শিক্ষা  


হোসেনপুর উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় এ বছর মোট পরীক্ষার্থী ছিল ৩ হাজার ৮৯০ জন। এর মধ্যে অনুপস্থিত পরীক্ষার্থী ছিল ১২৩ জন। পরীক্ষায় অংশ গ্রহণ করে ৩ হাজার ৬৪৬ জন। যার মধ্যে অকৃতকার্য হয় ৬৯ জন। পাশ করে ৩ হাজার ৫৭৭জন। পাসের হার শতকরা ৯৮.১১ জন। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪০৪ জন।

এবতেদায়ী সমাপনীতে ৪৭৫ জন পরীক্ষা দিয়ে শতভাগ পাশ করেছে। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ জন।

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) মোট পরীক্ষার্থী ছিল ৩ হাজার ৫২২জন। এর মধ্যে পাশ করেছে ২ হাজার ৫৮১জন। পাশের হার শতকরা ৭৩.২৮ ভাগ। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭ জন।

এছাড়াও জুনিয়র দাখিল পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৭৮৩ জন। যার মধ্যে পাশ করেছে ৭০৩ জন। পাশের হার শতকরা ৮৯.৭৮ ভাগ।

হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমল কুমার ঘোষ সোমবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টায় নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

এ সময় হোসেনপুর উপজেলা পরিযদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো. নুরুল আমীন পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা সারোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, একাডেমিক সুপারভাইজার রওনক জাহান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. সাদিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর