কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


জায়মা পিইসি’তে জিপিএ-৫ পেয়েছে

 আমিনুল ইসলাম বাবুল | ২৬ ডিসেম্বর ২০১৮, বুধবার, ৯:৪৭ | রকমারি 


সোমবার (২৪ ডিসেম্বর) প্রকাশিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পেয়েছে জায়মা আহমেদ। ঢাকা জেলার ডেমরা থানাধীন মাতুয়াইল এর ‘সামসুল হক খান স্কুল এন্ড কলেজ’ থেকে এই কৃতিত্বপূর্ণ ফল অর্জন করে জায়মা।

মেধাবী শিক্ষার্থী জায়মা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এর উপ-পরিচালক (প্রশাসন) সুলতানা আক্তার ও শিক্ষা ক্যাডারের উচ্চপদস্থ কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ আজাদ এর কন্যা।

জায়মা আহমেদ এর গর্বিত মা সুলতানা আক্তার কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে গেছেন। তিনি দক্ষতা, সততা ও যোগ্যতার প্রমাণ দিয়ে হাওর এলাকার প্রবেশদ্বার তাড়াইল এর শিক্ষাবিস্তার, বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধ এবং অন্যান্য জনহিতকর কাজে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে আলোচনায় এসেছিলেন।

জায়মা আহমেদ ফেনীর পশুরামের মেয়ে। উপজেলার মির্জানগর ইউনিয়নের সাহেবনগর গ্রামের ডা. মকবুল আহমেদ এর নাতনী।

জায়মা ভবিষ্যতে উচ্চতর ডিগ্রি লাভের আগ্রহ জানিয়েছে। জায়মার জন্য সকলের দোয়া কামনা করেছেন তার বাবা-মা।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর