কটিয়াদীতে ৪১০পিস ইয়াবাসহ মো. বাচ্চু (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১৪, ময়মনসিংহ, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. এম শোভন খান, (এস), বিএন এবং এএসপি জুয়েল চাকমা এর নেতৃত্বে একটি অভিযানিক দল সোমবার তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ী মো. বাচ্চু কটিয়াদী উপজেলার পশ্চিম বাগরাইট গ্রামের মৃত কালা চাঁনের ছেলে।
র্যাব জানায়, সোমবার র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল লে. এম শোভন খান, (এস), বিএন এবং এএসপি জুয়েল চাকমা এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কটিয়াদী থানা এলাকা থেকে মাদক ব্যবসায়ী মো. বাচ্চুকে ৪১০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ গ্রেপ্তার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য এক লাখ বিরাশি হাজার টাকা। ধৃত আসামির বিরুদ্ধে ১৯৯০ (সংশোধনী ২০০৪) সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিল ৯ (খ) ধারা মোতাবেক মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।