কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জ-২ আসনের পূর্ণাঙ্গ ফলাফল

 স্টাফ রিপোর্টার | ৩১ ডিসেম্বর ২০১৮, সোমবার, ৩:২৬ | এই মুহূর্তের খবর 


জাতীয় সংসদের ১৬৩নং কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের নির্বাচনে মোট সাত প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী সাবেক আইজিপি, রাষ্ট্রদূত ও সচিব নূর মোহাম্মদ (নৌকা), বিএনপি প্রার্থী মেজর (অব.) মো. আখতারুজ্জামান রঞ্জন (ধানের শীষ), জাকের পার্টির প্রার্থী মো. আব্দুল জব্বার (গোলাপ ফুল), ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. সালাউদ্দীন রুবেল (হাতপাখা), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি প্রার্থী নূরুল ইসলাম (কাস্তে), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) প্রার্থী তারেক মোহাম্মদ শহীদুল ইসলাম (আম) এবং বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থী মীর আবু তৈয়ব মো. রেজাউল করিম (হারিকেন)।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ১৭ হাজার ৪২০ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ১৬৫ টি।

নির্বাচনে মোট ৩ লাখ ৬১ হাজার ১৮৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ৩০৬৮টি ভোট বাতিল হয়ে যায়।

বাকি ৩ লাখ ৫৮ হাজার ১১৭ ভোটের মধ্যে আওয়ামী লীগ প্রার্থী নূর মোহাম্মদ ৩ লাখ ৭৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মেজর (অব.) মো. আখতারুজ্জামান রঞ্জন পেয়েছেন ৫৪ হাজার ৫০ ভোট।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. সালাউদ্দীন রুবেল ২ হাজার ২৫২ ভোট, জাকের পার্টির প্রার্থী মো. আব্দুল জব্বার ৪৩৪ ভোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি প্রার্থী নূরুল ইসলাম ৩১৯ ভোট, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) প্রার্থী তারেক মোহাম্মদ শহীদুল ইসলাম ১৯৪ ভোট এবং বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থী মীর আবু তৈয়ব মো. রেজাউল করিম ৯২ ভোট পেয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর