কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জ-৩ আসনের পূর্ণাঙ্গ ফলাফল

 স্টাফ রিপোর্টার | ৩১ ডিসেম্বর ২০১৮, সোমবার, ৪:০৫ | এই মুহূর্তের খবর 


জাতীয় সংসদের ১৬৪নং কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের নির্বাচনে মোট ছয় প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁরা হলেন, মহাজোটের শরিক জাতীয় পার্টির প্রার্থী মো. মুজিবুল হক চুন্নু এমপি (লাঙ্গল), জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. আলমগীর হোসাইন (হাতপাখা), সিপিবি প্রার্থী ডা. এনামুল হক ইদ্রিছ (কাস্তে), গণতন্ত্রী পার্টির প্রার্থী দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কবুতর) এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রার্থী মো. শওকত আলী (মশাল)।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৪৭ হাজার ২০৯ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ১৩৫টি।

নির্বাচনে মোট ২ লাখ ৮৫ হাজার ৬৪২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ২৭২৭টি ভোট বাতিল হয়ে যায়।

বাকি ২ লাখ ৮২ হাজার ৯১৫ ভোটের মধ্যে জাতীয় পার্টির প্রার্থী মো. মুজিবুল হক চুন্নু ২ লাখ ৩৯ হাজার ৬১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম পেয়েছেন ৩১ হাজার ৭৮৬ ভোট।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. আলমগীর হোসাইন ১০ হাজার ১২৭ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রার্থী মো. শওকত আলী ৫৭৯ ভোট, সিপিবি প্রার্থী ডা. এনামুল হক ইদ্রিছ ৫৬১ ভোট এবং গণতন্ত্রী পার্টির প্রার্থী দিলোয়ার হোসাইন ভূঁইয়া ২৪৬ ভোট পেয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর