কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জ-৬ আসনের পূর্ণাঙ্গ ফলাফল

 স্টাফ রিপোর্টার | ৩১ ডিসেম্বর ২০১৮, সোমবার, ৪:৩৮ | এই মুহূর্তের খবর 


জাতীয় সংসদের ১৬৭নং কিশোরগঞ্জ-৬ (কুলিয়ারচর-ভৈরব) আসনের নির্বাচনে মোট পাঁচ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁরা হলেন, আওয়ামী লীগ প্রার্থী প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি (নৌকা), বিএনপি প্রার্থী জেলা বিএনপি সভাপতি মো. শরীফুল আলম (ধানের শীষ), জাতীয় পার্টি প্রার্থী নূরুল কাদের সোহেল (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ মুছা খান (হাতপাখা) এবং ইসলামী ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী মো. রুবেল হোসেন (মোমবাতি)।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ-৬ (কুলিয়ারচর-ভৈরব) আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৩২ হাজার ৬৫১ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ১৩৭টি।

নির্বাচনে মোট ২ লাখ ৮১ হাজার ৭৩৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ২০৬২টি ভোট বাতিল হয়ে যায়।

বাকি ২ লাখ ৭৯ হাজার ৬৭২ ভোটের মধ্যে আওয়ামী লীগ প্রার্থী নাজমুল হাসান পাপন ২ লাখ ৪৭ হাজার ৯৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মো. শরীফুল আলম পেয়েছেন ২৮ হাজার ৮৪ ভোট।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ মুছা খান ১ হাজার ৮০১ ভোট, জাতীয় পার্টি প্রার্থী নূরুল কাদের সোহেল ১ হাজার ৬৯ ভোট এবং ইসলামী ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী মো. রুবেল হোসেন ৭৮৫ ভোট পেয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর