কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ার তিন শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যপুস্তক উৎসব

 সাখাওয়াত হোসেন হৃদয় | ১ জানুয়ারি ২০১৯, মঙ্গলবার, ৬:৩৪ | পাকুন্দিয়া  


পাকুন্দিয়া উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, মাদরাসা এবং মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রতিষ্ঠানসহ তিন শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেয়া হয়েছে।

মঙ্গলবার (১ জানুয়ারি) সকালে পাকুন্দিয়া পৌরসদরের পাকুন্দিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পাঠ্যপুস্তক বিতরণ উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মোকলেছুর রহমান।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছর উদ্দিন আহম্মেদ মানিক, প্রাথমিক শিক্ষা অফিসার মো. ফাইজ উদ্দিন, পাকুন্দিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলোয়ারা বেগম প্রমুখসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

নতুন বই হাতে পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের চোখে মুখে হাসি ফুটে ওঠে।

পাকুন্দিয়া উপজেলার ১৯৪টি প্রাথমিক বিদ্যালয়, ৪৩টি মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও স্কুল এন্ড কলেজ, ৩১টি মাদ্রাসা এবং ইসলামিক ফাউন্ডেশনের অধীন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় ১৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর