কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


দেশে ফিরে শপথ নিবেন সৈয়দ আশরাফুল ইসলাম

 কিশোরগঞ্জ নিউজ ডেস্ক | ৩ জানুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ৬:০৫ | রকমারি 


কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসন থেকে টানা পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী দেশে ফিরে শপথ নিবেন। সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার জন্য সময় চেয়ে তিনি স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দিয়েছেন।

বুধবার (২ জানুয়ারি) স্পিকারের দপ্তরে সৈয়দ আশরাফুল ইসলামের এই চিঠি পৌঁছে।

এ ব্যাপারে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের বলেন, উনার চিঠি পেয়েছি। উনি দেশে ফিরে আসার পর শপথ নিতে চান। আর এমনিতেই ৯০ দিন সময় উনি পাবেন।

৬৮ বছর বয়সী সৈয়দ আশরাফুল ইসলাম বর্তমানের থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অসুস্থতার কারণে গত ১৮ সেপ্টেম্বর তিনি সংসদ থেকে ছুটি নেন।

দেশে না থেকেও সৈয়দ আশরাফুল ইসলাম কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-১ আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

আওয়ামী লীগ প্রার্থী সৈয়দ আশরাফুল ইসলাম ২ লাখ ৬০ হাজার ৪৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মো. রেজাউল করিম খান চুন্নু পেয়েছেন ৭১ হাজার ৭৩৩ ভোট।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর