কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে সিএনজি স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে হামলা, ভাঙচুর

 স্টাফ রিপোর্টার, ভৈরব | ৭ ফেব্রুয়ারি ২০১৮, বুধবার, ৫:৩৭ | ভৈরব 


ভৈরবে সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে একপক্ষের হামলায় অন্তত পাঁচ চালক আহত হয়েছে। এ সময় ভাঙচুর করা হয়েছে ২৫টির মতো সিএনজি অটোরিক্সা।

এর জের ধরে হামলাকারীদের নেতা মাহবুব আলমের বড় ভাই আহমেদ হুমায়ুনকে সিএনজি চালকরা পিটিয়ে গুরুতর আহত করে।

বুধবার সকালে মালগুদাম সিএনজি স্ট্যান্ডে এই হামলা-ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিএনজি অটোরিক্সা চালকেরা জানান, সকালে ভৈরবপুর গ্রামের মাহবুব আলম তার লোকজনদেরকে নিয়ে মালগুদাম সিএনজি স্ট্যান্ডে এসে ২৫টি সিএনজি অটোরিক্সা ভাঙচুর করে। এ সময় চালকেরা বাধা দিলে তাদের মারধোর করে। এতে পাঁচজন সিএনজিচালক আহত হয়।

সিএনজি চালকেরা আরো জানান, দীর্ঘ ৯ বছর ধরে মাহবুব আলম সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড দখল করে একক নেতৃত্বে বিভিন্ন অনিয়ম ও নির্যাতন চালিয়ে আসছে। এখন নতুন নেতৃত্ব আসায় মাহবুব আলম ক্ষিপ্ত হয়ে হামলা-নির্যাতন চালাচ্ছে।

এ বিষয়ে মাহবুব আলমের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে ভৈরব শহর ফাড়িঁর ইনচার্জ মো. শরীফুল ইসলাম জানান, সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডের নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের কারণে মাহবুব আলম লোকজন নিয়ে ২৫টি সিএনজি অটোরিক্সা ভাঙচুর করে। এ সময় ৩/৪ জন চালক আহত হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোন মামলা হয়নি।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর