কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে এসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রেহাই পেলো কিশোরী

 স্টাফ রিপোর্টার | ১৮ জানুয়ারি ২০১৯, শুক্রবার, ১১:৫২ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবুল হাসেম এর হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রেহাই পেয়েছে ইয়াসমিন (১৫) নামের এক কিশোরী। শুক্রবার (১৮ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার শেওড়া গ্রামে ওই কিশোরীর বিয়ে অনুষ্ঠানের খবর পেয়ে পুলিশের সহযোগিতায় বাল্যবিবাহ বন্ধে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম।

বাল্যবিবাহ থেকে রেহাই পাওয়া কিশোরী ইয়াসমিন শেওড়া গ্রামের বাতেন মিয়ার মেয়ে।

কিশোরগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে কিশোরীর অভিভাবক মুচলেকা প্রদান করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর