কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে ছাত্রী উত্যক্তের অপরাধে এসএসসি পরীক্ষার্থীর অর্থদণ্ড

 স্টাফ রিপোর্টার | ২১ জানুয়ারি ২০১৯, সোমবার, ৯:৩৫ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জে ছাত্রী উত্যক্তের অপরাধে এক এসএসসি পরীক্ষার্থীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২১ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবুল হাসেম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সোমবার সকালে কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকায় সার্কিট হাউজের সামনে দুই ছাত্রীর স্কুলে যাওয়ার পথে কয়েক তরুণ তাদের উত্যক্ত করা শুরু করে। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক কিশোরগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবুল হাসেম সেখানে গিয়ে পুলিশের সহায়তায় এক উত্যক্তকারীকে আটক করেন।

ভ্রাম্যমাণ আদালতের জিজ্ঞাসাবাদে সে উত্যক্ত করার কথা স্বীকার করে এবং এসএসসি পরীক্ষার্থী বলে জানায়। পরে  আদালতের বিচারক কিশোরগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবুল হাসেম তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর