kishoreganjnews.com:কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার গেজেট নিয়ে বঙ্গভবনে সিইসি কিশোরগঞ্জ নিউজ ডেস্ক | ৮ ফেব্রুয়ারি ২০১৮, বৃহস্পতিবার, ১২:৩০ | জাতীয় 


দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পুনঃনির্বাচিত হয়েছেন মো. আবদুল হামিদ।

বুধবার দুপুরে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে  এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা মো. আবদুল হামিদকে নির্বাচিত ঘোষণা করেন।

আগামী ২৩শে এপ্রিল শপথ হতে পারে বলে জানিয়েছেন সিইসি।

সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদত  হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি হিসেবে মো. আবদুল হামিদের নির্বাচিত হওয়ার গেজেট বুধবার বিকালেই প্রকাশিত হয়। সন্ধ্যায় গেজেট নিয়ে সিইসি’র নেতৃত্বে অপর চার নির্বাচন কমিশনার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ১৬ জন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। সেই হিসাবে আবদুল হামিদ এই পদে সপ্তদশ ব্যক্তি। তবে টানা দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন কেবল আবদুল হামিদই। সংবিধানে সর্বোচ্চ দুইবার রাষ্ট্রপতি পদে থাকার সুযোগ থাকায় এটাই হবে তার শেষ মেয়াদ। এর আগে প্রথমবারে ২০১৩ সালের ২৪শে এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন আবদুল হামিদ।
[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবরসেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার, কিশোরগঞ্জ-২৩০০
মোবাইল:০ ১৮১৯ ৮৯১০৮৮
kishoreganjnews247@gmail.com
Web: www. kishoreganjnews.com
প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম
সম্পাদক: সিম্মী আহাম্মেদ