কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


করিমগঞ্জে মাসব্যাপী নারী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

 স্টাফ রিপোর্টার | ২৯ জানুয়ারি ২০১৯, মঙ্গলবার, ১:৩৫ | খেলাধুলা 


করিমগঞ্জে মাসব্যাপী নারী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনে থাকা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার জাফরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন করিমগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) শামীমা ইয়াসমীন।

করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ উচ্চ বিদ্যালয় এবং করিমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ৩০ জন বালিকা এই ক্যাম্পে সুযোগ পেয়েছে। এতে প্রশিক্ষকের দায়িত্বে রয়েছেন কিশোরগঞ্জ জেলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় আজিমুদ্দিন আলো। এই আয়োজনের সার্বিক সহযোগিতায় রয়েছেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল আমিন সবুজ।

প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বক্কর সিদ্দিক ভূইয়া।

জেলা ক্রীড়া অফিসার আল আমিন সবুজ জানান, নারী ফুটবলকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে করিমগঞ্জ উপজেলায় এই আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণের প্রতিভাবান খেলোয়াড়রা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়ে জেলা দল গঠনে বিশেষ ভূমিকা রাখবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর