কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে প্রাইম ব্যাংক ইয়ং টাইগারস জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

 সাজন আহম্মেদ পাপন | ৩১ জানুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ৩:১৭ | খেলাধুলা 


কিশোরগঞ্জে শুরু হয়েছে প্রাইম ব্যাংক ইয়ং টাইগারস জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক স্থানীয় সরকার উপপরিচালক জহিরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল্লাহ আল মাসউদ, প্রাইম ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আজহারুল ইসলাম, এক্সিকিউটিভ অফিসার মাহবুব আলম দিদার, এক্সিকিউটিভ অফিসার ফজলুর রহমান প্রমুখ।

উদ্বোধনী খেলায় কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও কুলিয়ারচর পাইলট উচ্চ বিদ্যালয় দল পরস্পরের মুখোমুখি হয়। জেলা পর্যায়ের স্কুল ক্রিকেট টুর্নামেন্টে মোট ৪টি দল অংশ নিচ্ছে। শীর্ষ দুই দলের মধ্যে জেলা পর্যায়ের স্কুল ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

আয়োজক সূত্র জানায়, জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দলগুলো বিভাগীয় পর্যায়ের স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নেবে। বিভাগীয় পর্যায়ে সেরা কৃতিত্ব অর্জনকারী দলগুলোর মধ্য থেকে বাছাই করা খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত হবে প্রাইম ব্যাংক ইয়ং টাইগারস জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর