kishoreganjnews.com:কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা

একুশে পদক পাচ্ছেন ইলিয়াস কাঞ্চন কিশোরগঞ্জ নিউজ ডেস্ক | ৮ ফেব্রুয়ারি ২০১৮, বৃহস্পতিবার, ৭:৩৪ | জাতীয় 


একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন কিশোরগঞ্জের কৃতী সন্তান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

সমাজসেবায় এবার সম্মানজনক এই পদক পাচ্ছেন নিরাপদ সড়কের জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলা ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চনসহ একুশজনকে একুশে পদকের জন্য মনোনীত করেছে সরকার।

বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয় পদকের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে। এবারের তালিকায় যুক্ত হয়েছেন প্রয়াত দুই শক্তিমান অভিনেতা গোলাম মুস্তাফা ও হুমায়ূন ফরীদি।

একনজরে একুশে পদকের তালিকা
ভাষা আন্দোলন: মরহুম আ জা ম তকীউল্লাহ ও মির্জা মাজহারুল ইসলাম

শিল্পকলা: শেখ সাদিক খান, সুজেয় শ্যাম, ইন্দ্রমোহন রাজবংশী, মো. খুরশীদ আলম, মিনু বিল্লাহ, মতিউল হক খান, হুমায়ূন ফরীদি, কালিদাস কর্মকার, নিখিল সেন, গোলাম মুস্তাফা

সমাজসেবা: ইলিয়াস কাঞ্চন

সাংবাদিকতা: রণেশ মিত্র

ভাষা ও সাহিত্য: সৈয়দ মনজুরুল ইসলাম, সাইফুল ইসলাম খান (কবি হায়াৎ সাইফ), সুব্রত বড়ুয়া, রবিউল হুসাইন ও মরহুম খালেকদাদ চৌধুরী

অর্থনীতি: ডঃ মইনুল ইসলাম

গবেষণা: ভাষা সৈনিক জুলেখা হক
[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবরসেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার, কিশোরগঞ্জ-২৩০০
মোবাইল:০ ১৮১৯ ৮৯১০৮৮
kishoreganjnews247@gmail.com
Web: www. kishoreganjnews.com
প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম
সম্পাদক: সিম্মী আহাম্মেদ