কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলে পঁচা-বাসি খাবারে ৪০ হাজার টাকা জরিমানা গুণলেন দুই রেস্টুরেন্ট মালিক

 স্টাফ রিপোর্টার | ৩ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার, ৩:১০ | তাড়াইল  


তাড়াইলে অস্বাস্থ্যকর পরিবেশে পোকামাকড় ও ছত্রাক পড়া পঁচা ও বাসি খাবার বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে দুইটি রেস্টুরেন্টকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (৩ ফেব্রুয়ারি) দুপুরে তাড়াইল বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেনের নেতৃত্বে অভিযানে এই জরিমানা করা হয়।

মো. ইব্রাহীম হোসেন জানান, বাজার তদারকির অংশ হিসেবে জেলা পুলিশের সহযোগিতায় তাড়াইল বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে পোকামাকড় ও ছত্রাক পড়া পঁচা ও বাসি খাবার বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে রানা রেস্টুরেন্ট ও মায়ের দোয়া রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় জব্দ করা খাবার জনসাধারণের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

মো. ইব্রাহীম হোসেন আরো জানান, ভোক্তাদের স্বার্থরক্ষায় এই তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এই কার্যক্রম চলমান থাকবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর