কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে সভা

 স্টাফ রিপোর্টার | ৪ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার, ৬:৪১ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে সোমবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপমহাপরিদর্শকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মাহবুবুল হাসান এর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে সহকারী মহাপরিদর্শক (সাধারণ) সানতাজ বিল্লাহ, শ্রম পরিদর্শক (সাধারণ) মো. আনোয়ারুল ইসলাম, শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) মো. বাবুল আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।

সভা সঞ্চালনা করেন শ্রম পরিদর্শক (সাধারণ) রাবেয়া ইয়াসমিন।

সভায় জানানো হয়, জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ে কিশোরগঞ্জে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়েছে। সভায় সকলকে শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের জন্য আহ্বান জানানো হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর