কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলে ৪ দিনের ইসলাহী ইজতেমা বৃহস্পতিবার শুরু

 আমিনুল ইসলাম বাবুল | ৬ ফেব্রুয়ারি ২০১৯, বুধবার, ৪:২১ | তাড়াইল  


তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের ইছাপশর-বেলংকা গ্রামে জামিয়াতুল ইসলাহ আল-মাদানীয়া মাদরাসা ময়দানে চার দিনব্যাপী ইসলাহী ইজতেমা বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে। রোববার (১০ ফেব্রুয়ারি) পর্যন্ত চলবে এ বছরের ইজতেমা।

বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ইসলাহুল মুসলিমিন পরিষদ বাংলাদেশ আয়োজিত ১৩তম ইসলাহী ইজতেমা বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বাদ আছর থেকে শুরু হবে। শুরুতে বয়ান এবং শেষ দিন রোববার (১০ ফেব্রুয়ারি) সকালে আখেরী মোনাজাত করবেন ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের খতিব ও আয়োজক সংস্থার চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

ইজতেমা আয়োজক কমিটির সমন্ময়ক প্রিন্সিপাল আবু সাঈদ নিজামী জানান, সুষ্ঠুভাবে ইজতেমা আয়োজনের জন্য স্থানীয় ধর্মপ্রাণ মুসুল্লীরা দিনরাত শ্রম দিয়ে যাচ্ছেন। ইজতেমায় দেশ-বিদেশের বরণ্য উলামা-মাশায়েখগণ বয়ান করবেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর