কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

 স্টাফ রিপোর্টার | ১২ ফেব্রুয়ারি ২০১৯, মঙ্গলবার, ১:৩৬ | কিশোরগঞ্জ সদর 


ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে র‌্যালি ও সাংবাদিক সমাবেশের আয়োজন করা হয়।

সকাল ৯টায় শহরের পুরানথানা এলাকার ইসলামিয়া সুপার মার্কেট চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের করা হয়। র‌্যালিতে জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ জেলা ইউনিটের আহবায়ক মো. রেজাউল হাবীব রেজা, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার ও কিশোরগঞ্জ নিউজ এর প্রধান সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখসহ সাংবাদিক সংস্থার জেলা ও উপজেলা ইউনিটের নেতৃবৃন্দ, প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা অংশ নেন।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পাবলিক লাইব্রেরিতে গিয়ে সাংবাদিক সমাবেশে মিলিত হয়। জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ জেলা ইউনিটের আহবায়ক মো. রেজাউল হাবীব রেজার সভাপতিত্বে সাংবাদিক সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিআরডিবির সাবেক পরিচালক মুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিন।

এতে প্রধান আলোচক ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টিভি ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইফ উদ্দিন আহমেদ লেনিন। বিশেষ আলোচক ছিলেন দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার ও কিশোরগঞ্জ নিউজ এর প্রধান সম্পাদক আশরাফুল ইসলাম।

সাংবাদিক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন তাড়াইল প্রেসক্লাবের সভাপতি দেওয়ান ফারুক দাদ খান, সংস্থার উপদেষ্টা মুক্তিযোদ্ধা ডা. মো. সিদ্দিক হোসাইন, সংস্থার পুরানথানা ইউনিটের সভাপতি ডা. সেলিম জাবেদ ও সাংবাদিক আবুল হাশেম ভুইয়া।

জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সদস্য সচিব আমিনুল হক সাদীর পরিচালনায় সাংবাদিক সমাবেশে বক্তব্য রাখেন, সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল্লাহ, সদর ইউনিটের সাবেক সভাপতি প্রভাষক নজরুল ইসলাম, করিমগঞ্জ ইউনিটের সভাপতি শেখ আবুল মনসুর লনু, কিশোরগঞ্জ সদর ইউনিটের সভাপতি শামসুল মালেক চৌধুরী লিটন, সংস্থার বটতলা ইউনিটের সভাপতি ডা. এম.এ হালিম তালুকদার, দৈনিক ইত্তেফাকের তাড়াইল প্রতিনিধি আলী খায়সার খান, মানবজমিনের তাড়াইল প্রতিনিধি আফসর উদ্দিন, দ্বীন ইসলাম, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি হাফিজুর রহমান সুমন, দৈনিক আজকের প্রভাতের জেলা প্রতিনিধি আবুল কাশেম, এশিয়ান পোস্টের জেলা প্রতিনিধি মো. ফারুকুজ্জামান ফারুক, করিমগঞ্জ প্রতিনিধি আব্দুল জলিল, নিউজ মনিটরের সম্পাদক আলী রেজা সুমন, মুক্তিযোদ্ধার কন্ঠের স্টাফ রিপোর্টার শফিক কবীর, দৈনিক আমার বাংলাদেশের ডেস্ক ইনচার্জ মো. মনির হোসেন, কুলিয়ারচর ইউনিটের সভাপতি মো. আমানুল্লাহ, হোসেনপুর ইউনিটের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম জনি, পাকুন্দিয়া ইউনিটের এম এ হান্নান, জামিল আনসারী, নারী সাংবাদিক শামীমা সুলতানা, আঞ্জুমান আরা শেলী, হ্যাপী আক্তার, জুলেখা আক্তার, মিলি আক্তার প্রমুখ।

সাংবাদিক সমাবেশে বক্তারা সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচার বিলম্বিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে দায়িদেরকে আইনের আওতায় এনে বিচার দাবি করেন।

সমাবেশে সংস্থার আজীবন সদস্য সাপ্তাহিক আলোরমেলা সম্পাদক প্রয়াত খায়রুল ইসলাম চৌধুরী, কৃষিবিদ ড. নিয়াজ পাশা, সাংবাদিক রফিকুল ইসলাম ও একুশে পদকপ্রাপ্ত বিবিসিখ্যাত সাংবাদিক আতাউস সামাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর