কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

 মিছবাহ উদ্দিন মানিক | ২১ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ৬:১২ | হোসেনপুর 


হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, হোসেনপুর পৌরসভা, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, অফিসার্স ক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হোসেনপুর প্রেসক্লাব, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে উপজেলা প্রশাসনের প্রভাত ফেরি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। প্রভাত ফেরি শেষে দিবসের তাৎপর্য নিয়ে আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার কমল কুমার ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. আরাফাতুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, ওসি মো. আবুল হোসেন, অধ্যক্ষ মোছলেহ উদ্দিন খান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ জাবের, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরুল কায়েস, হোসেনপুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকার প্রমুখ বক্তব্য রাখেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর