কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভাষা দিবসে বেদে সম্প্রদায়ের শিশুদের মাঝে বর্ণমালার বই বিতরণ

 স্টাফ রিপোর্টার | ২২ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার, ১২:৩৬ | সংগঠন সংবাদ 


মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিশোরগঞ্জের প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা নিজেদের অর্থায়নে বেদে সম্প্রদায়ের শিশুদের মাঝে বর্ণমালার বই ও খাবার বিতরণ করে। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ শহরতলির খিলপাড়া এলাকায় অবস্থিত বেদে পল্লীতে প্রায় অর্ধশতাধিক শিশুদের মাঝে বর্ণমালার বই ও খাবার বিতরণ করা হয়।

বর্ণমালার বই পেয়ে বেদে শিশুরা খুবই উচ্ছ্বসিত হয়। প্রথম বারের মতো বই হাতে পেয়ে শিশুরা আনন্দে মেতে উঠে। ছোট ছোট বাচ্চারা বই পেয়ে বার বার বইয়ের পাতা উল্টিয়ে দেখে।

সেসময় অনেক মায়েদের ও বড় ভাই বোনদের দেখা যায় ছোটদের হাতে ধরে বর্ণমালা পড়াতে। বেদে পল্লীতে এমন অনুষ্ঠান এটাই প্রথম বার করা হয়েছে। সেজন্য শিশুদের বাবা-মাও অনেক খুশি হয়।

এসময় প্রথম আলো কিশোরগঞ্জ প্রতিনিধি তাফসিলুল আজিজ, বন্ধুসভার সাধারণ সম্পাদক লুৎফুন্নেছা, সহসভাপতি সুরাইয়া ফেরদৌসী, সদস্য সাঈদা সুলতানা, মোস্তাফিজ মারুফ, মোঃ মনির হোসেন, আব্দুল্লাহ আল মুহাইমিন, সাবরিনা আইরিন, তানজিনা ঝুমুর, তায়্যিবা আফরোজ, নুসরাত জাহান, তুষার প্রমুখ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর