কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধন

 স্টাফ রিপোর্টার | ২২ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার, ৭:০১ | কিশোরগঞ্জ সদর 


‘কাবিং করবো, সোনার বাংলা গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে চার দিনব্যাপী ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী শুক্রবার (২২ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে। কিশোরগঞ্জ সদর উপজেলা স্কাউটস আয়োজিত এই কাব ক্যাম্পুরীর উদ্বোধন উপলক্ষে বিকালে শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে কাব ক্যাম্পুরীর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুর রহমান।

কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও সদর উপজেলা স্কাউটস সভাপতি মো. মাহদী হাসান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. এমদাদুল হক ভূঁইয়া, নারীনেত্রী বিলকিস বেগম, শহরের হাশমত উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান ভূঞা ও জেলা স্কাউটস সম্পাদক আব্দুল আউয়াল মুন্না।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর উপজেলা স্কাউটস সম্পাদক মোহাম্মদ শাহজাহান।

চার দিনব্যাপী এই কাব ক্যাম্পুরীতে কিশোরগঞ্জ সদর উপজেলার ২৪টি প্রাথমিক বিদ্যালয়ের কাব দল অংশগ্রহণ করছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর