কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগ প্রার্থী রফিকুল ইসলাম রেনু

 রাজন সরকার, স্টাফ রিপোর্টার, পাকুন্দিয়া | ২৫ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার, ৫:৩২ | পাকুন্দিয়া  


পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে পাকুন্দিয়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় উপজেলা নির্বাচন অফিসে সহকারী রিটার্নিং অফিসার মো. সাখাওয়াৎ হোসেনের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেয়ার সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, জেলা পরিষদের সদস্য মো. হাদিউল ইসলাম হাদি, জাংগালিয়া ইউপি চেয়ারম্যান সরকার শামীম আহমেদ, সুখিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ টিটু, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান হামদু, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক রুবেল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক মো. হেলাল উদ্দিন, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আকন্দ প্রমুখ মো. রফিকুল ইসলাম রেনু’র সাথে ছিলেন।

মনোনয়নপত্র জমা দেয়ার আগে রফিকুল ইসলাম রেনু উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে সাবেক জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত একেএম শামছুল হক গোলাপ মিয়া এবং উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন পীরে কামেল হযরত মাওলানা আবদুল হালিম হোসাইনী (রহ.) এর কবর জিয়ারত করেন।

প্রসঙ্গত, আগামি ২৪ মার্চ তৃতীয় ধাপে পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপজেলায় মোট ভোটার ১ লাখ ৮৭ হাজার ৩৯ জন। তন্মধ্যে পুরুষ ৯২ হাজার ৮০৬ জন এবং মহিলা ৯৪ হাজার ২৩৩ জন ভোটার  রয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর