কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভ্যানের চাকায় ঘুরে আওয়ামীভক্ত ওয়ালেছ মিয়ার জীবন

 অজিত দত্ত | ২ মার্চ ২০১৯, শনিবার, ১২:৪৮ | অষ্টগ্রাম 


অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের নয়াহাটির মো. ওয়ালেছ মিয়া পেশায় একজন ভ্যানচালক। বাবা প্রয়াত মো. লাহিম উদ্দিন ছিলেন একজন প্রান্তিক কৃষক। জীবদ্দশায় লাহিম উদ্দিন আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী ছিলেন।

২০০৩ সালে লাহিম উদ্দিন ৭০ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মারা যান। কিন্তু শত প্রতিকূলতার ভেতরেও বাবার রেখে যাওয়া আদর্শ ধরে রেখেছেন ছেলে ওয়ালেছ মিয়া। বাবার মতো ওয়ালেছ মিয়াও হয়ে ওঠেছেন আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী।

নিজে ভ্যান চালিয়ে কোনরকমে চালান স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে পাঁচ সদস্যের সংসার। ভ্যানের চাকায় ঘোরা অভাবী জীবনেও দলের জন্য খরচ করতে কুণ্ঠাবোধ করেন না আওয়ামীভক্ত ওয়ালেছ মিয়া।

দলের যেকোন কাজে হাজির থাকেন আন্তরিকভাবে। বিভিন্ন নির্বাচনী প্রচার-প্রচারণায় ভ্যান চালানোর টাকায় বিভিন্ন চায়ের দোকানে চা পান করান নৌকার সমর্থকদের।

দলের পেছনে এভাবে শ্রম ও অর্থ ব্যয়ের পর প্রায় দিনই বাড়িতে ফিরতে হয় খালি হাতে। অথচ কোনদিন কোন অনুদান বা আর্থিক সহায়তা পাননি কারো কাছ থেকে। এতে তার কোন দুঃখও নেই। দলের জন্য কিছু করতে পারলেই বরং আত্মতৃপ্তি বোধ করেন ওয়ালেছ মিয়া।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর