কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেলো নিকলীর হাদিছা

 খাইরুল মোমেন স্বপন | ৩ মার্চ ২০১৯, রবিবার, ৬:৩৩ | নিকলী  


নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুছাম্মৎ শাহীনা আক্তার এর হস্তক্ষেপে বাল্য বিয়ের কবল থেকে রক্ষা পেয়েছে হাদিছা (১৪) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রী। সে উপজেলা সদরের মোহরকোনা গ্রামের সুরুজ আলীর কন্যা।

জানা যায়, রোববার (৩ মার্চ) দুপুরে নিকলী শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী হাদিছার বিয়ের আয়োজন করা হয়। দুপুর গড়ালেই আসছে বর। খবর পৌঁছে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুছাম্মৎ শাহীনা আক্তারের দপ্তরে। দলবল নিয়ে ইউএনও উপস্থিত হন উপজেলা সদরের ১নং ওয়ার্ডের মোহরকোনা গ্রামে।

তাৎক্ষণিক বিয়ে বন্ধ করে বাল্য বিয়ের কবল থেকে রক্ষা করেন হাদিছাকে। মোবাইল কোর্ট বসিয়ে হাদিছার পরিবারকে দুই হাজার টাকা জরিমানা করেন।

নিকলী শহীদ স্মরণিকা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাফি উদ্দিন জানান,  হাদিছার বিয়ের খবর পাওয়া মাত্রই ইউএনও ম্যাডামকে জানাই। নিজেও উপস্থিত থাকি। আশা করছি এমন পদক্ষেপে এ উপজেলায় বাল্য বিয়ে শূণ্য কোটায় নেমে আসবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর