কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ডাকসু’র ক্রীড়া সম্পাদক নির্বাচিত হলেন কটিয়াদীর কৃতি সন্তান তানভীর

 রাজীব সরকার পলাশ | ১৩ মার্চ ২০১৯, বুধবার, ১২:০৯ | কটিয়াদী 


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কটিয়াদীর কৃতি সন্তান শাকিল আহমেদ তানভীর। সোমবার (১১ মার্চ) অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ৯০৪৭ ভোট পেয়ে তিনি ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হন।

শাকিল আহমেদ তানভীর তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৫২১৩ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করে ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শাকিল আহমেদ তানভীর কটিয়াদী উপজেলার চান্দপুর মধ্যপাড়া গ্রামের গর্বিত সন্তান। বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম মানিক উদ্দিন ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার। মা মোছা. ফাতেমা খানম মিল্কি গৃহিণী। চার ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট তানভীর।

শাকিল আহমেদ তানভীর উদ্ভিদ বিজ্ঞান বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি মাস্টার্স অব টেক্স ম্যানেজমেন্টে অধ্যয়ন করছেন।

বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ফুটবল দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তানভীর।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর