কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


উপজেলায় প্রার্থী হওয়ায় কিশোরগঞ্জের ৫ বিএনপি নেতা বহিষ্কার

 স্টাফ রিপোর্টার | ১৩ মার্চ ২০১৯, বুধবার, ৫:৪৯ | রাজনীতি 


উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করে দলের সিদ্ধান্ত অমান্য করায় দল থেকে কিশোরগঞ্জের পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। দলটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত প্রেস সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।

বহিষ্কৃত বিএনপির পাঁচ নেতা হলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য কামরুন্নার লুনা, কিশোরগঞ্জ জেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক আসমা বেগম, তাড়াইল উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কাশেম, নিকলী উপজেলা বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক রেখা আখতার এবং ভৈরব উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আল-মামুন।

তাদের মধ্যে কামরুন্নার লুনা কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে, আসমা বেগম করিমগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে, আবুল কাশেম তাড়াইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে, রেখা আখতার নিকলী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে এবং আল-মামুন ভৈরব উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বহিষ্কারাদেশে তাদের দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করার কথা উল্লেখ করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর