কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় বঙ্গবন্ধুর ভাষণ উৎসব ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

 রাজন সরকার, স্টাফ রিপোর্টার, পাকুন্দিয়া | ১৬ মার্চ ২০১৯, শনিবার, ৩:৪৬ | পাকুন্দিয়া  


পাকুন্দিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কালজয়ী ৭ মার্চের ভাষণ উৎসব ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মার্চ) দুপুরে পিপুল ডেভেলপমেন্ট প্রসেস (পিডিপি) এর আয়োজনে ও প্রেসক্লাবের সহযোগিতায় প্রেসক্লাব চত্বরে দুই দিনব্যাপি এ অনুষ্ঠান সমাপ্ত হয়।

পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি এমএ রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মোকলেছুর রহমান।

জেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক মো. দেওয়ান আলী হোসেন সুজনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন পিডিপি’র চেয়ারম্যান ও আরটিভির জেলা প্রতিনিধি অ্যাডভোকেট আ.ন.ম তানভীর হায়দার ভূঁঞা।

এ সময় অন্যদের মধ্যে উপজেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল আউয়াল, প্রেসক্লাবের সহ-সভাপতি ও দীপ্তটিভির জেলা প্রতিনিধি শামছুল আলম শাহীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার আছাদুজ্জামান, কোলকাতা টিভির জেলা প্রতিনিধি আবদুর রউফ, সিএনএন বাংলা টিভির প্রতিনিধি কামরুজ্জামান রাছেল, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ফয়জুল্লাহ ফয়সাল, হোসেন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হাই, এগারসিন্দুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিদ্দিক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৯টি ক্যাটাগরিতে দেড় শতাধিক প্রতিযোগীর মধ্যে ৩৫ জনকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার ও সনদপত্র দেয়া হয়। এছাড়া সকল অংশগ্রহণকারীকে শুভেচ্ছা পুরস্কার দেয়া হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর