কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মিঠামইনে দু’পক্ষের সংঘর্ষে নিহত এক, আহত ৫

 স্টাফ রিপোর্টার | ১৬ মার্চ ২০১৯, শনিবার, ৭:৪৬ | মিঠামইন 


মিঠামইনে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হুরুন আলী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ৫ জন আহত হয়েছে। শনিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার ঢাকী ইউনিয়নের বড়কান্দা গ্রামে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহত হুরুন আলী বড়কান্দা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ইউপি সদস্য মিকাইল মিয়ার পক্ষের লোকজনের সাথে সাবেক ইউপি সদস্য বাসেদ মিয়ার পক্ষের লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের কারণে ২০১৪ সালের ৯ই সেপ্টেম্বর সকালে দুই পক্ষের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় উভয় পক্ষে মুজাক্কির (৯) ও চায়না (৮) নামে দুই শিশু খুন হয়।

এর আগে ২০১৩ সালের নভেম্বরে দু’পক্ষের সংঘর্ষে হবিদ মিয়া নামে এক ব্যক্তি খুন হয়। ফলে দু’পক্ষের মধ্যে মামলা-পাল্টা মামলাও রয়েছে।

এসবের জের ধরে শনিবার (১৬ মার্চ) দুপুরে উভয় পক্ষ মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে বাসেদ মেম্বার পক্ষের হুরুন আলীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। এছাড়া উভয় পক্ষে বেশ কয়েকজন আহত হয়।

সংঘর্ষের খবর পেয়ে মিঠামইন থানার ওসি মো. জাকির রব্বানীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর