কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কুলিয়ারচরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা

 মুহাম্মদ শাহ্ আলম, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর | ১৬ মার্চ ২০১৯, শনিবার, ৯:২০ | কুলিয়ারচর 


কুলিয়ারচরে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণার সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে, আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ইয়াছির মিয়ার নৌকা প্রতীকের পক্ষে অসময়ে প্রচারণা চালানোর অপরাধে মো. ইসমাইল ও হাবিবুর রহমান নামের দুই ব্যক্তির প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (১৬ মার্চ) সকাল ১০টার দিকে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালনের দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি জ্যোতিশ্বর পাল এ জরিমানা করেন।

জানা যায়, নির্বাচনী প্রচারণার নির্ধারিত সময় শুরুর পূর্বেই সকালবেলা মাইক ব্যবহার করে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে নৌকা প্রার্থীর পক্ষে উপজেলার ছয়সূতী এলাকা ও পৌর শহরের পূর্ব গাইলকাটা এলাকায় প্রচারণা চালানো হয়।

এই অপরাধে উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৬ এর ২১(২) ধারা অনুযায়ী ১০ হাজার টাকা করে ওই দুই ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ সময় প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধিমালা মেনে চলার জন্য মুঠোফোনে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর