কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ে চিত্রাংকন প্রতিযোগিতা

 স্টাফ রিপোর্টার | ১৭ মার্চ ২০১৯, রবিবার, ৩:০৭ | কিশোরগঞ্জ সদর 


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সুলতান উদ্দিন ভূঞা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ বোর্ড অব ট্রাস্টিজের সাধারণ সম্পাদক প্রফেসর ডা. আ.ন.ম. নৌশাদ খান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের বিশিষ্ট চিত্রশিল্পী এম.এ. কাইয়ুম, বিশ্ববিদ্যলয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার চৌধুরী খায়রুল হাসান, প্রক্টর রিয়াদ আহমেদ তুষার প্রমুখ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

পরে উপাচার্য প্রফেসর ড. মো. সুলতান উদ্দিন ভূঞা ও প্রধান অতিথি প্রফেসর ডা. আ.ন.ম. নৌশাদ খান শিশুদের নিয়ে কেক কাটেন ও দোয়া করেন। সব শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজী বিভাগের চেয়ারম্যান বদরুল হুদা সোহেল।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর