কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে কিশোরগঞ্জে পুনাকের চিত্রাংকন প্রতিযোগিতা

 স্টাফ রিপোর্টার | ১৭ মার্চ ২০১৯, রবিবার, ৬:৩৭ | নারী 


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কিশোরগঞ্জে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা করেছে পুলিশ নারী কল্যাণ (পুনাক) সমিতি। রোববার (১৭ মার্চ) সকালে পুলিশ লাইন্স ড্রিল শেডে এই চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় তিনটি গ্রুপে বিভক্ত হয়ে মোট ৬৭ জন শিশু অংশগ্রহণ করে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ পুলিশ নারী কল্যাণ (পুনাক) সমিতির সভানেত্রী মাহফুজা নাজনীন দিষার চৌধুরী।

এতে পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিকুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় কিশোরগঞ্জ পুলিশ নারী কল্যাণ (পুনাক) সমিতির সহ-সভানেত্রী সূচনা চাকমা ও নার্গিস পারভিন, সাধারণ সম্পাদিকা মোসা. তাছকিরা, সদস্য প্রিয়াঙ্কা নাথ, করিমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর